Site icon suprovatsatkhira.com

উৎসবমুখর পরিবেশে তালা সরকারি কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপন

তালা প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে তালা সরকারি কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে।
শনিবার (২২ সেপ্টেম্বর) এ উপলক্ষ্যে কলেজ মাঠে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় কলেজ অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলেজের প্রতিষ্ঠাতা সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত্, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়র শেখ মুজিবুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন ও কলেজের প্রতিষ্ঠাতা সদস্য প্রদীপ মজুমদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন, কলেজের প্রাক্তন ছাত্র পুলিশ সুপার শ্যামল মুখার্জ্জী, সাস পরিচালক শেখ ইমান আলী, ডা. আব্দুল হালিম, শালিখা ডিগ্রী কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, আওয়ামী লীগ নেতা প্রণব ঘোষ বাবলু, ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, জনতা ব্যাংক তালা শাখার ব্যবস্থাপক শাহিনুর রহমান।
আরো বক্তব্য রাখেন, তালা থানার ওসি মো. মেহেদী রাসেল, তালা মহিলা ডিগ্রী কলেজ’র অধ্যক্ষ মো. আব্দুর রহমান ও শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, কলেজের সাবেক ছাত্র মীর জাকির হোসেন, তৌফিক ইমরান প্রমুখ।
এসময় কলেজের সকল সাবেক অধ্যক্ষ, শিক্ষক, কলেজের প্রতিষ্ঠাতা, জমিদাতা এবং সফল শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। সভা শেষে সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। এছাড়া সকাল সাড়ে ১০টায় কলেজের সাবেক এবং বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version