সেপ্টেম্বর ৪, ২০১৮
উন্নয়ন হয়েছে বলেই আ’লীগ আবারও সরকার গঠন করবে: এমপি রবি
ডেস্ক রিপোর্ট: “আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ, রাস্তা-ঘাটসহ গ্রামাঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। বর্তমান অর্থবছরে সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার মধ্যে ৩৫টি বিদ্যালয়ে নতুন ও ভবন সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। আমি একটি সুন্দর সাতক্ষীরার স্বপ্ন দেখি। তাই এলাকার উন্নয়নের লক্ষ্যে আমি নিরলসভাবে ছুটে চলেছি সরকারের দপ্তরে দপ্তরে। আমি চাই আমার এলাকার মানুষ শান্তিতে থাক। দেশে উন্নয়ন হয়েছে বলেই জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে ইনশাল্লাহ।” সাতক্ষীরা সদরের রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এসব কথা বলেন । 9,011,053 total views, 8,276 views today |
|
|
|