সেপ্টেম্বর ২২, ২০১৮
উদ্বোধনের ২য় দিনেই গুড়পুকুরের মেলায় উপচেপড়া ভীড়
গাজী আসাদ: সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে চলমান মাসব্যাপী গুড়পুকুরের মেলা উদ্বোধনের ২য় দিনেই দর্শনার্থীদের উপচেপড়া ভীড়ে জমে উঠেছে। শুক্রবার (২১ সেপ্টেম্বর) মাসব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। 8,944,708 total views, 458 views today |
|
|
|