জগবন্ধু কয়াল, ঈশ্বরীপুর: ‘আর নয় ঝরে পড়া আনন্দ স্কুলের লেখাপড়া’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে রস্ক-২ প্রকল্পের আওতায় ছয়টি আনন্দ স্কুলের সমাপনী পরীক্ষার্থীদের অংশগ্রহণে চুড়ান্ত মডেল টেস্ট অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ সেপ্টেম্বর) ৬৯নং বংশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৯২ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুপস্থিত ছিলো ১১ জন শিক্ষার্থী। পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন শ্যামনগর উপজেলার রস্ক-২ প্রকল্পের ট্রেনিং কো-অর্ডিনেটর খাইরুল ইসলাম। পরীক্ষা কেন্দ্রে হল সুপারের দায়িত্ব পালন করেন ৬৯নং বংশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জেরিন ফারিহা (দিশা)।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/