Site icon suprovatsatkhira.com

ইন্টারনেটের অপব্যবহারের মাধ্যমে শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধে মতবিনিময়

ডেস্ক রিপোর্ট: ইন্টারনেটের অপব্যবহারের মাধ্যমে শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে শহরের ত্রিশমাইলস্থ পিটিআরসি মিলনায়তনে অগ্রগতি সংস্থা এ সভার আয়োজন করে।
অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুরের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিটি করেজের সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম ও সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জল।
আলোচনায় অংশ নেন সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী, ফারুক মাহবুবর রহমান, আব্দুস সামাদ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শফিকুল ইসলাম।
বক্তারা বলেন, বর্তমান সময়ে শিশুরা ইন্টারনেট ব্যবহারে সুফলের চেয়ে কুফলটাই বেশি হচ্ছে। বিশেষ করে শিশুরা যৌন নির্যাতনের শিকার হচ্ছে। সভায় এ বিষয়ে সরকার গৃহীত পদক্ষেপ আরও জোরদার করার আহবান জানানো হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version