ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ব্যাটারিচালিত ইজি বাইকের চাকায় ওড়না পেচিয়ে সেলিনা আক্তার (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ সেপ্টেম্বর) বিকালে শহরের পলাশপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সেলিনা আক্তার সাতক্ষীরা সদর উপজেলার পাচানি গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।
সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরহাদ জামিল জানান, শহরে ব্যক্তিগত কাজে এসে ইজিবাইকের চাকায় গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ হয়ে সেলিনা আক্তারের মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।