কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরের কৃতি সন্তান ড. জিএম মনিরুল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক প্রদত্ত ‘ইউজিসি স্বর্ণপদক’ অর্জন করেছেন।
গত মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) ঢাকার সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে তাঁর হাতে এ পদক তুলে দেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।
ড. জিএম মনিরুল উপজেলার মঙ্গলকোট গ্রামের মরহুম শিক্ষক কায়েমউদ্দিন আহমেদ ছেলে। তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ^বিদ্যালয়ের এগ্রিবিজনেস বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রাধান হিসেবে কর্মরত আছেন। এছাড়া তিনি অস্ট্রেলিয়ার ইউনির্ভাসিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ড (ইউএসকিউ) এ রিসার্স ফেলো হিসেবেও কাজ করছেন। তিনি একাধিক আন্তর্জাতিক জার্নালের এডিটরিয়াল বোর্ডের মেম্বারসহ বহু প্রোফেশনাল ও ভলেনটারি সংগঠনের সাথে সক্রিয়ভাবে কাজ করছেন।
উল্লেখ্য, ইউজিসি প্রতিবছর ১০টি ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সরকারি ও বেসরকারি শিক্ষকদের গবেষণার স্বীকৃতি স্বরূপ এ স্বর্ণপদক প্রদান করে।
ইউজিসি স্বর্ণপদক পেলেন কেশবপুরের কৃতি সন্তান ড. মনিরুল
https://www.facebook.com/dailysuprovatsatkhira/