Site icon suprovatsatkhira.com

আশাশুনি মটরশ্রমিক সঞ্চয় কল্যাণ একতা সমিতির কমিটি গঠন : সামছুর সভাপতি, মিজান সম্পাদক

আশাশুনি প্রতিনিধি: সামছুরকে সভাপতি ও মিজানকে সাধারণ সম্পাদক করে আশাশুনি মটরশ্রমিক সঞ্চয় কল্যাণ একতা সমিতির কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টায় কুল্যা ইউনিয়নের কুলতিয়া মোড়স্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে সামছুর রহমানের সভাপতিত্বে কমিটি গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকলীগ আহবায়ক ঢালী সামছুল আলম।
শ্রমিক নেতা আঙ্গুর হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, তাঁতীলীগের সভাপতি এমএম সেলিম রেজা, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক আব্দুস সামাদ প্রমুখ।
আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে সামছুর রহমানকে সভাপতি, মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক, আঙ্গুর হোসেন ও পলাশকে সাংগঠনিক সম্পাদক করে দুই বছর মেয়াদী ২১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষণা করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version