আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা ভ্যান শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১ সেপ্টেম্বর) সকালে কমিটি গঠন উপলক্ষ্যে সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি রবিউল ইসলাম নবু। আব্দুর রহিমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সমিতির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম, জহর আলি, সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলি, সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান, শাহিনুর ইসলাম, আব্দুল কুদ্দুছ, শফিকুল, নাজমুল, আনছার, শাহিনুর প্রমুখ।
সভার দ্বিতীয় অধিবেশনে সর্ব সম্মতভাবে রবিউল ইসলাম নবুকে সভাপতি, শহিদুল ইসলামকে সহ-সভাপতি, হাফিজুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং রবিউল ইসলাম নবি, ইবাদুল ইসলাম ও তারিকুল ইসলামকে কার্যকরী সদস্য করে সমিতির নতুন কমিটি গঠন করা হয়।