আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাহানারা কুদ্দুস, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুণ ব্যাণার্জী, কৃষি কর্মকর্তা শামিউর রহমান, সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক, মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, সমবায় কর্মকর্তা আনছারুল আজাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পিআইও (অ:দা:) শাহরিয়ার মাহমুদ রঞ্জু সহ সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ। সভায় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ চিহ্নিত করা এবং ব্যবস্থা নেয়াসহ উপজেলার সার্বিক উন্নয়নের বিষয়ে আলোচনা করা হয়।