আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি গাজী উজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক শেখ রাজিব হোসেন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা দেওয়া হয়।
কমিটিতে ঢালী মুরশিদ আলমকে আহবায়ক, পারভেজ আজাদ রাজু, এমএম কবিরুজ্জামান, মফিজুল ইসলাম ও দীপঙ্কর বিশ্বাসকে যুগ্ম-আহবায়ক এবং রইচ উদ্দীন, নূরুজ্জামান মিলন, শেখ মিজানুর রহমান, আক্তারুজ্জামান আক্তার, উজ্জল হোসেন, বাপ্পা সরদার, অহিদুল গাজী ও ইব্রাহীম হোসেনকে সদস্য করা হয়েছে।