Site icon suprovatsatkhira.com

আশাশুনির শ্বেতপুরে বিদ্যুৎ সংযোগের দাবিতে মানববন্ধন

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির শ্বেতপুরে বিদ্যুৎ সংযোগের দাবি ও সংযোগ দেওয়ার নামে আদায়কৃত টাকা ফেরত পেতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর মধ্যপাড়া আহলে হাদিস জামে মসজিদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মসজিদ কমিটির ক্যাশিয়ার ইমদাদুল হক সানাসহ এলাকার বিদ্যুত বঞ্চিত ও টাকা দিয়ে প্রতারিত ব্যক্তিবর্গ।
এসময় ছোবহান বিশ্বাসের ছেলে রেজাউল করিম জানান, ২০১৬ সালে এলাকায় বিদ্যুৎ সংযোগ করিয়ে দেওয়ার জন্য খরচ যোগাতে ৯০টি পরিবারের কাছ থেকে টাকা আদায় করা হয়।
তিনি এবং একই গ্রামের মৃত আকিম উদ্দিন সানার ছেলে মসজিদ কমিটির সভাপতি রেজাউল সানা, মৃত ইউছুফ সরদারের ছেলে আছাদুল ইসলাম একত্রে গ্রামের ৯০টি পরিবারের নিকট থেকে ৩০০ টাকা থেকে ৪৫০ টাকা করে আদায় করেন।
আদায়কৃত টাকা বুধহাটা ইউনিয়নের উত্তর চাপড়া গ্রামের নুর মোহাম্মদ সরদারের ছেলে মাহাবুবুল হক ডাবলু’র মাধ্যমে ৪৫ হাজার টাকা সাতক্ষীরা জেলা পল্লী বিদ্যুৎ সমিতি আশাশুনির তৎকালীন আঞ্চলিক পরিচালক মোতাহার হোসেন সজলের কাছে দেওয়া হয়।
এরপর বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা দু’বার এলাকা পরিদর্শন করে মেপে গেলেও অদ্যাবধি পরিবারগুলো বিদ্যুৎ সংযোগ পায়নি। এলাকা থেকে অবৈধভাবে টাকা উত্তোলন কেন করা হলো এবং টাকা নেওয়ার পরও দীর্ঘ দু’বছরে কেন এলাকায় সংযোগ দেওয়া হয়নি, তা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণসহ অবিলম্বে বিদ্যুৎ বঞ্চিত অসহায় পরিবারগুলোর মধ্যে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী পরিবারগুলো।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version