Site icon suprovatsatkhira.com

আশাশুনির শোভনালীতে কাঁকড়া চাষীদের প্রশিক্ষণ

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির শোভনালীতে কাঁকড়ার মূল্য নির্ধারণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সকালে আইডিয়ালের আয়োজনে শোভনালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে লিলিয়েন ফন্ডস এর অর্থায়নে এবং ডিআরআরএ’র সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
শোভনালী ইউনিয়নের জীবিকা প্রকল্পের উপকারভোগীদের ৩টি গ্রুপে বিভক্ত করে প্রতি গ্রুপে ৫০ হাজার টাকা করে ১ লক্ষ ৫০ হাজার টাকা বিনা সুদে ঋণ প্রদান করা হয়। এ ঋণ নিয়ে তারা কাঁকড়া চাষের মাধ্যমে জীবিকায়নে সম্পৃক্ত হয়েছে। তাদের ২০ জনকে নিয়ে কাঁকড়ার মূল্য নির্ধারণ, প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন, আইডিয়ালের প্রাইড প্রকল্পের ম্যানেজার এসএম মিজানুর রহমান। সহযোগিতা করেন প্রকল্পের সুপারভাইজার সুব্রত বাছাড় ও এফএফ দেবাশীষ চক্রবর্তী।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version