Site icon suprovatsatkhira.com

আশাশুনির লস্করি খাজরা স্কুলে স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির লস্করি খাজরা স্কুলে স্বাস্থ্য শিক্ষা বিষয়ক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের (স্যানেটারি বিভাগ) উদ্যোগে স্কুল কক্ষে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে হাত ধোঁয়ার নিয়ম ও উপকারিতা, নিরাপদ পানি ও খাদ্য গ্রহণ, ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যা, স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার, কৃমির ভয়াবহতা, ভিটামিন এ ক্যাপসুলের গুনাগুন, শিশুদের টিকার গুরুত্বের উপর আলোচনা করেন মেডিকেল টেকনোলজিস্ট এসআইটি মোক্তারুজ্জামান স্বপন।
এ সময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক শাহিনা আক্তার, যুবউন্নয়ন কর্মী আব্দুর রহিমসহ স্কুলে অন্যান্য শিক্ষকবৃন্দ। আলোচনা শেষে শিশুদের হাত ধোয়ার নিয়ম শেখানো হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version