সেপ্টেম্বর ২২, ২০১৮
আশাশুনির মোকামখালি স্লুইস গেটের মুখে পলি জমে পানি নিষ্কাশন বন্ধ, জলাবদ্ধতা সৃষ্টি
![]() সমীর রায়: আশাশুনিতে কাদাকাটি ইউনিয়নের মোকামখালি স্লুইস গেট দুটির মুখে পলি জমে পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। এতে এলাকায় কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে কয়েকটি বিলে হাজার হাজার বিঘা জমির চিংড়ীঘের ও আমন ধান চাষ বন্ধের উপক্রম হয়েছে। খালটি পুনঃখননের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। 9,097,475 total views, 1,614 views today |
|
|
|