Site icon suprovatsatkhira.com

আশাশুনির টেংরাখালীতে চাষী মাঠ দিবস

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির টেংরাখালীতে চাষী মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে উইনরক ইন্টারন্যাশনাল ও টিএমএসএস এর সেফটি প্রজেক্ট’র আয়োজনে টেংরাখালী আদর্শ শিক্ষা নিকেতনে শতাধিক চাষীর অংশগ্রহণে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে সভাপতিত্ব করেন কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপংকর কুমার সরকার দীপ। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান। এইও সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে আশাশুনি প্রেসক্লাব সভাপতি জিএম মুজিবুর রহমান, টিএমএসএস স্টাফ এএফএফ ব্রজেন দাশ, তপন মহলদার, জোবায়ের হাসান ও শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
সেফটি প্রজেক্ট প্রতি শতকে চার কেজি গলদা ও চার কেজি সাদামাছ উৎপাদনের লক্ষ্যে টেংরাখালীতে কাজ করছে। মাঠ দিবসে জানানো হয়, চাষী রাম প্রসাদ রায় ২৫ শতক জমিতে ২৪ হাজার ৮ শ’ ৯০ টাকা খরচ করে আধা নিবিড় পদ্ধতিতে গলদা চাষ করে। এতে তার প্রথম দফায় ২৩ হাজার ৬৬৫ টাকা লাভ হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version