Site icon suprovatsatkhira.com

আশাশুনির গাজীপুর মাদ্রাসার গ্রিল ও আলমারী ভেঙে চুরি

শ্রীউলা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনিতে গাজীপুর কুড়িগ্রাম ইসলামিয়া সিদ্দিকীয়া আলিম মাদ্রসার গ্রিল ভেঙে মূল্যবান কাগজপত্র চুরি ও তছরুপ করেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
বুধবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে মাদরাসার নৈশ প্রহরী ঘুমিয়ে পড়লে সংঘবদ্ধ দুর্বৃত্তের দল মাদ্রাসা অফিস কক্ষের উত্তর পাশের জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢোকে। এরপর অফিস কক্ষের দু’টি আলমারী ভেঙে জেডিসি, দাখিল ও আলিম পরীক্ষার সনদপত্র, ব্যবহৃত সিল ভাউচার ও জরুরী কাগজপত্র চুরি করে নিয়ে যায়। অন্য কাগজপত্র তছনছ করে ক্ষতি সাধন করেছে ।
সকালে নৈশ প্রহরী জেগে জানালা ভাঙা দেখে খবর দিলে শিক্ষকবৃন্দ মাদ্রাসায় পৌঁছে চুরির ঘটনা ও ক্ষয়ক্ষতি জানতে পারেন। মাদ্রসা পরিচালনা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল ঘটনাস্থল পরিদর্শন করে থানায় অভিযোগ করার পরামর্শ দিলে বৃহস্পতিবার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ুন কবির থানায় লিখিত অভিযোগ করেছেন।

 

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version