বুধহাটা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির কুঁন্দুড়িয়া পিএন মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) স্কুলের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের সভাপতি সাবেক ছাত্রনেতা এসএম হুমায়ুন কবির সুমন।
প্রধান শিক্ষক আরিফুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন কমিটির সদস্য গণেশ গাইন, হযরত আলি, গোলাম রব্বানী, আলতাফ হোসেন, মিজানুর রহমান, জুড়োন হালদার, রঘুনাথ বিশ^াস, জি এম গাওছুল আলম, সুম্মিতা রানী সরকার ও সহকারি শিক্ষক সুবাস চন্দ্র দাশ প্রমুখ।
সভায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপির বরাদ্দকৃত ৯৪ লক্ষ টাকা দিয়ে স্কুলে ভবন নির্মাণের জন্য স্থান নির্বাচন করা হয়। বুধবার থেকে নির্ধারিত স্থানে ভবন নির্মাণের প্রাথমিক কার্যক্রম শুরু করা হয়েছে।