Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে ১ম রাউন্ডের ফুটবল খেলায় প্রতাপনগর, সরাপপুর, বড়দল ও কাকবাসিয়ার জয়

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ৪৭তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের (ফুটবল) খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় প্রতাপনগর মাধ্যমিক বিদ্যালয়, বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুল, সরাপপুর মাধ্যমিক বিদ্যালয় ও কাকবাসিয়া মাধ্যমিক বিদ্যালয় নিজ নিজ খেলায় জয় পেয়েছে।
বুধবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় আশাশুনি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল (বালক গ্রæপ) খেলায় আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়কে ০-১ গোলে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে প্রতাপনগর মাধ্যমিক বিদ্যালয়। ২য় খেলায় খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয়কে ১-২ গোলে হারিয়ে ২য় দল হিসেবে সেমিফাইনালে ওঠে বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুল।
বিকালে শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয়কে ০-১ গোলে পরাজিত করে ৩য় দল হিসেবে সেমিফাইনালে ওঠে সরাপপুর মাধ্যমিক বিদ্যালয়।
দিনের শেষ খেলায় গুনাকরকাটি খায়রিয়া আজিজিয়া কামিল মাদ্রাসাকে ২-৩ গোলে পরাজিত করে ৪র্থ দল হিসেবে সেমিফাইলে উঠেছে কাকবাসিয়া মাধ্যমিক বিদ্যালয়।
খেলা পরিচালনা করেন আনিছুর রহমান, ইয়ামিন হোসেন,উত্তম সরকার ও মনিমোহন।
আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৮টায় চাপড়া হিন্দোল যুবসংঘ ফুটবল মাঠে প্রতাপনগর বনাম বড়দল স্কুল ও সাড়ে ৯টায় সরাপপুর বনাম কাকবাসিয়া স্কুলের অংশগ্রহণে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version