আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে লিগ্যাল এইড’র সমাবেশ ও মতবিনিময় সভাকে সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের সভাপতিত্বে তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মিজাবে রহমতের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. অরুন কুমার ব্যনার্জী, সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক, সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, সমবায় কর্মকর্তা জি.এম আনছারুল আজাদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ রাজিবুল হাসান, শিক্ষা অফিসার শামছুন্নাহার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, এসআই হাসানুজ্জামান, ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আ ব ম মোছাদ্দেক, প্রভাষক মো. মোনায়েম হোসেন প্রমুখ। প্রসঙ্গত, আগামী ৮ সেপ্টেম্বর লিগ্যাল এইড কমিটির সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
8,412,642 total views, 795 views today