আশাশুনি প্রতিনিধি: ‘মায়ের দেয়া খাবার খাই, মনের আনন্দে স্কুলে যাই’ শ্লোগানকে সামনে রেখে আশাশুনিতে মীনা দিবস পালিত হয়েছে। রোববার (৩০ সেপ্টেম্বর) সকালে দিবসটি উপলক্ষ্যে উপজেলা শিক্ষা অধিদপ্তরের আয়োজনে র্যালি, আলোচনা সভা, সঙ্গীতানুষ্ঠান ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্র্মকর্তা মাফ্ফারা তাসনীন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি শিক্ষা অফিসার আব্দুর রকিব, শাহজাহান আলী, রবিউল ইসলাম, মাছরুরা খানম, প্রধান শিক্ষক নিরঞ্জন মন্ডল প্রমুখ।
এছাড়া দিবসটি উপলক্ষ্যে সঙ্গীতানুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৯টায় আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্কুল চত্বরে মিনা মেলায় মিলিত হয়।