খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির খাজরা ইউনিয়নের কাপসন্ডা গ্রামের মৃত ছহিল উদ্দীনের ছেলে মালয়েশিয়া প্রবাসী নিহত মুকুল হোসেন (৩৫) এর দাফন তার গ্রামের বাড়িতে সম্পন্ন হয়েছে।
বুধবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মরহুমের লাশ গ্রামের বাড়িতে আনা হয়। পরে জানাযা নামায শেষে মরহুমের লাশ তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানাগেছে, মুকুল বিগত আট মাস আগে শ্রমিক হিসেবে মালয়েশিয়া যায়। গত রবিবার (সেপ্টেম্বর) মালেশিয়ার সময় রাত ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে, স্ত্রী ও মা রেখে গেছেন। তিনি অনেক আগে থেকেই এ্যাজমা ও শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানান মরহুমের স্বজনেরা। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।