আশাশুনি প্রতিনিধি: ‘জলাতঙ্ক, অপরকে জানান, জীবন বাঁচান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে বিশ্ব জলাতঙ্ক দিবস ও হার্ট দিবস পালিত হয়েছে।
শনিবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে স্বাস্থ্য অধিদপ্তরের জেনেটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের সহযোগিতায় দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমন ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুণ বিশ্বাস।
স্যানেটারি ইন্সপেক্টর জিএম গোলাম মোস্তফা ও তার সহযোগী মোক্তারুজ্জামান স্বপনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. সাইদুল আলম, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মাহাবুবুর রহমান, উপসহকারি মেডিকেল অফিসার ফাহাদ বিন সাদ প্রমুখ। একই স্থানে বিশ্ব হার্ট দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বিশ্ব জলাতঙ্ক দিবস ও হার্ট দিবস উপলক্ষ্যে একটি র্যালি স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থকে শুরু হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে আসে।