আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বিভিন্ন মামলার চার পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ । পুলিশ জানায়, বুধবার (২৬ সেপ্টেম্বর) রাতে বুধহাটা গ্রামের লুৎফর সরদারের ছেলে জিআর ৯৪/১৩ নং মামলার আসামি মতিকুল ও মিজানুরকে গ্রেফতার করা হয়। একই রাতে আশাশুনি সদরের মৃত হায়দার সরদারের ছেলে জিআর ৩৬৮/০৮ নং মামলার আসামি বাবুকে এবং কোলা গ্রামের খোকন সানার ছেলে সিআর ২০৩/১৮ নং মামলার আসামি মন্টুকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।
9,111,722 total views, 15,861 views today