দরগাহপুর (আশাশুনি) প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭) এর আনুলিয়া ও বুধহাটা একাদশের মধ্যে অনুষ্ঠিত সেমিফাইনাল খেলাটি ১-১ গোলে ড্র হয়েছে।
সোমবার (১০ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে দরগাহপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বিকাল ৪টায় অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় বিরতির আগে আনুলিয়া একাদশের মুরাদ হোসেন প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। খেলার শেষের দিকে বুধহাটা একাদশের আব্দুল্লাহ গোলটি পরিশোধ করে দলের সমতা ফেরান। নির্ধারিত সময়ে আর কোন দল গোল করতে না পাওয়ায় খেলাটি অমিমাংসিত থেকে যায়।
খেলা পরিচালনা করেন ফিফা রেফারি নাসির উদ্দিন। সহকারি রেফারি ছিলেন বাবলুর রহমান, অরুন কুমার ও ইমরান হোসেন। ধারাভাষ্যে ছিলেন শাহ আলম বাচ্চু, জি এম সুরোত আলি বক্স ও আশরাফ উদ্দিন।
এসময় মাঠে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা শামিউর রহমান, যুবউন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, ইঞ্জিনিয়র আ.ব.ম মোছাদ্দেক, শেখ মিরাজ আলি, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি স ম সেলিম রেজা সেলিমসহ শতশত দর্শক।
আশাশুনিতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ড্র
https://www.facebook.com/dailysuprovatsatkhira/