আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে সাজাপ্রাপ্ত আসামিসহ পৃথক মামলায় পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, সোমবার (১০ সেপ্টেম্বর) গভীর রাতে গুনাকরকাটি গ্রামের আশরাফ সরদারের ছেলে এক বছরের সশ্রম সাজাপ্রাপ্ত আসামি নাজমুল হককে জিআর- ৭৩/১১ নং মামলায় গ্রেফতার করা হয়। একই রাতে গোদাড়া গ্রামের মৃত দেলবার সরদারের ছেলে সিআর-৩৬/১৭নং মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুস সামাদকে, মৃত হেলাল উদ্দীনের ছেলে সিসি-৪০/০৩নং মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নুরুল ইসলামকে, কচুয়া গ্রামের মৃত মকিম ঢালীর ছেলে সিআর-০৪/১৮নং মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শাহীন ঢালী ও বাউশুলী গ্রামের আব্দুল গনি সরদারের ছেলে সিআর-১২/১৮ নং মামলার ওয়ারেন্টভুক্ত আব্দুল হান্নানকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের মঙ্গলবার কোর্টহাজতে প্রেরণ করা হয়।
8,181,741 total views, 4,102 views today