আশাশুনি (শোভনালী) প্রতিনিধি: আশাশুনিতে দুর্নীতি দূরীকরণে করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা উন্নয়ন সংস্থার (সাস) আয়োজনে সংস্থাটির চাপড়া বাসস্ট্যান্ড কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাসের মর্যাদা ও স্থায়ীত্বশীলতার সাথে আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) প্রকল্পের আওতায় অনুষ্ঠানের উদ্বোধন করেন, সাস’র প্রোগ্রাম অফিসার কাজী বাবর আলি।
জনসংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিদের অংশগ্রহণে বৈঠকে মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি জি এম মুজিবুর রহমান।
বৈঠকে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মনজিল সুলতানা, আশাশুনি সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহিন আলম, মেম্বর তারক চন্দ্র মন্ডল, মনিরুল ইসলাম, রোজিনা পারভিন ময়না প্রমুখ।
বৈঠকে দুর্নীতি প্রতিরোধে করণীয়, প্রকল্প এলাকায় জনসংগঠনগুলো দুর্নীতি প্রতিরোধে ব্যবস্থা নিতে সচেনতা সৃষ্টি এবং দুর্নীতি প্রতিরোধে অংশগ্রহণকারীগণ দায়িত্ব সচেতন হতে পারে সে ব্যাপারে আলোচনা মতবিনিময় করা হয়।