আশাশুনি প্রতিনি: বাংলাদেশ আওয়ামী তরুণলীগের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আশাশুনিতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা তরুণলীগ সভাপতি জিএম আক্তারুজ্জামান প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. শহিদুল ইসলাম পিন্টু।
তরুলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ও সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি এসএম মুজিবুর রহমান, যুগ্ম সম্পাদক আছাদুল ইসলাম, সদর ইউনিয়ন আ’লীগ সভাপতি আব্দুল্লাহেল বাকী বাচ্চু, ছাত্রলীগের সাবেক সভাপতি এসএম হুমায়ুন কবির সুমন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এসএম সাহেব আলি, ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির রাসেল, মটরসাইকেল চালক সমিতির সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর মিষ্টিমুখ করা হয়। এর আগে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।