আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে কমিউনিটি রিসোর্স পার্সনদের ল্যাপটপ প্রদান করা হয়েছে। রবিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় স্যোশাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) উদ্যোগে সংস্থার বুধহাটা ক্লাস্টার অফিসে এসডিএফ নতুনজীবন লাইভলিহুড ইম্প্রুভমেন্ট প্রজেক্ট (এনজেএলআইপি) এর আওতায় এই ল্যাপটপ প্রদান করে।
বুধহাটার ক্লাস্টার অফিসার এমএ কাদের সবুজের সভাপতিত্বে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বুধহাটা ক্লাস্টার অফিসের ৩২ জন কমিউনিটি রিসোর্স সদস্যের হাতে একটি করে ল্যাপটপ তুলে দেন জেলা ব্যবস্থাপক কাজল চন্দ্র দে। এসময় উপস্থিত ছিলেন জেলা অফিসের এমআইএস মাজহারুল ইসলাম ও বুধহাটা ক্লাস্টার অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।