Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে ওয়ার্ল্ড ভিশনের প্রকল্প অবহিতকরণ কর্মশালা

সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে ওয়ার্ল্ড ভিশন’র প্রকল্প অগ্রগতি ও অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ওয়ার্র্ল্ড ভিশন আশাশুনি এডিপির আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম।
জিও, এনজিও, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে সভায় এডিপি ম্যানেজার মেথিন্ডা মেন্ডিসের স্বাগত বক্তব্য শেষে প্রকল্পের ফ্যাসিলিটেটর মিলিতা সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্র্তা শামিউর রহমান, সমাজেসেবা কর্মকর্তা ইমদাদুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, ডা. খায়রুল আনাম সৌদ, ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন, এসএম রফিকুল ইসলাম, আবু হেনা সাকিল, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম মুজিবুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ উপজেলার প্রধান সমস্যা নদী ভাঙন ও সুপেয় পানি সংকট। নদীর বাঁধ ভাল থাকলে সব উন্নয়ন গতি পাবে।
ইউএনও মাফ্ফারা তাসনীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত জলবায়ু পরিবর্তনের সৃষ্ট পরিস্থিতি মোকাবেলা করতে টেকসই উন্নয়নে সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিও কাজ করে যাচ্ছে। অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্যে বিগত দিনে সুপেয় পানির জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, পিএসএফ, গভীর ও অগভীর নলকূপ এবং রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রদান করা হয়েছে। কিন্তু সুফলভোগীদের অসচেতনতার ফলে কোনটাতেই কাক্সিক্ষত সুফল পাওয়া যাচ্ছে না।
এছাড়া সভায় নদী ভাঙন সমস্যা মোকাবেলা করতে নদীর চরে কেওড়া গাছের চারা রোপণসহ রাস্তার দু’ধারে সবুজ বেষ্টনী গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version