আশাশুনি প্রতিনিধি: ‘সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আশাশুনিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ করে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিজাবে রহমতের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা শামিউর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, যুবউন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা প্রমুখ।
সভা শেষে দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সুন্দর হাতের লেখা ও বঙ্গবন্ধু এবং বাংলাদেশ বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।