আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভারপ্রাপ্ত ইউএনও মিজাবে রহমতের সভাপতিত্বে এ প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. অরুন কুমার ব্যনার্জী, সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক, সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, সমবায় কর্মকর্তা জি,এম আনছারুল আজাদ, কৃষিসম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ রাজিবুল হাসান, শিক্ষা অফিসার শামছুন্নাহার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, এসআই হাসানুজ্জামান, প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিস, প্রধান শিক্ষক কামরুন্নাহার কচি, প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার মন্ডল প্রমুখ।
সভায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষ্যে ৬ সেপ্টেম্বর রচনা ও কুইজ প্রতিযোগিতা এবং ৮ সেপ্টেম্বর র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।