সাতক্ষীরায় পবিত্র আশুরা উপলক্ষ্যে আল্-রাজী পাঠাগারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা আল্-রাজী পাঠাগার মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাঠাগারের পরিচালক আতাহার আলী খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে পবিত্র আশুরার তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন, পাটকেলঘাটা মসজিদের খতিব আহম্মাদ আলী চৌধুরি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, আল্-রাজী পাঠাগারের কুরআন শিক্ষক হাফেজ শেখ কামরুল ইসলাম। (প্রেস বিজ্ঞপ্তি)