সেপ্টেম্বর ২৭, ২০১৮
আর মাদক নয়, এবার ভালো হয়ে যেতে চাই
![]() গাজী আসাদ: “আর কখনো নেশা করবো না। আমি ভালো হয়ে গেছি। মাদক আমার সব কেড়ে নিয়েছিলো। পরিবারের কেউ আমাকে সহ্য করতে পারতো না। সঙ্গো দোষে মাদকের জড়িয়ে যায়। তারপর সবার কাছ থেকে এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়ি। মাদক ছাড়া কিছু বুঝতাম না। কিন্তু পুলিশের সহায়তায় আমি ভালো হয়ে গেছি। আমি আর মাদক সেবন করবো না।” বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা স্টেডিয়ামে মাদক, জঙ্গি ও সন্ত্রাসবিরোধী সমাবেশে সাতক্ষীরা সদরের উত্তর কুশখালী গ্রামের দেয়ানত মোল্ল্যার ছেলে মো. আবুল কাশেম (৪৫) আত্মসমর্পণের পরে এভাবেই নিজের অভিব্যক্তি ব্যক্ত করেন । 9,097,591 total views, 1,730 views today |
|
|
|