সেপ্টেম্বর ১৮, ২০১৮
আমাকে বেশ্যা বলো না
রবিন বিশ্বাস আমি তো কারো জননী হতাম সুখে-দুঃখে পাশে থেকে নয় তো কোন কুমারী হতাম কেন আমি আহার্য হলাম অন্ধকারময় গলিতে বসে বধির কি আজ বিশ্ব বিবেক দস্যু দল ওরা লুটে নেয় সব বাঁচার জন্য চিৎকার দিয়ে অসহায় আঁখির পাতা খুলে মন চায় আবার নব সাজে ভাবুক ওরা কাপুরুষ সবার 8,230,945 total views, 10,937 views today |
|
|