ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল ধানের জাত সমূহের পরিচিতি, আধুনিক চাষাবাদের কৌশল ও বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ সেপ্টেম্বর) সকালে বিনেরপোতাস্থ বিনার হলরুমে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে এবং পরিবর্তিত আবহাওয়া উপযোগী বিভিন্ন ফসল ও ফলের জাত উন্নয়ন কর্মসূচির সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনার মহাপরিচালক ড. বীরেশ কুমার গোস্মামী।
বিনার প্রশিক্ষণ ও পরিকল্পনা পরিচালক ড. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিনার (সিসিটিএফ) প্রকল্প পরিচালক ড. মো. শহিদুল ইসলাম, প্রধান পরিকল্পনা ও উন্নয়ন কোষ এসএসও ড. মো. কামরুজ্জামান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয়ের এসএসও ড. মো. মামুনুর রহমান, বিনা উপকেন্দ্র সাতক্ষীরার বৈজ্ঞানিক ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আরাফাত তপু প্রমুখ।
কর্মশালায় উন্নত প্রযুক্তিতে কিভাবে চাষাবাদ করতে হবে এবং কিভাবে ভালো বীজতলা তৈরি করা যায়, সেচ পদ্ধতি, পোকা মাকড় ও বালাই নাশক এবং আধুনিক পদ্ধতিতে সবজি চাষসহ বিভিন্ন ফসল উৎপাদন বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। এসময় বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল ধানের জাত সমূহের পরিচিতি, আধুনিক চাষাবাদ কৌশল ও বীজ সংরক্ষণ শীর্ষক কৃষক প্রশিক্ষণে ৬৫ জন কৃষক অংশ নেয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র সাতক্ষীরার সহকারি বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আলমগীর কবির।
আধুনিক চাষাবাদের কৌশল ও বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/