হতে হলে সম্পদশালী, অর্থ ব্যবহার জানি,
হই না কেন বড় সাধু, হই না কেন জ্ঞানী!
অর্থ আনে সম্পদ, আনে মান মানীর,
অর্থ ব্যবহার জানতে হবে জ্ঞানীর।
অসৎ উদ্দেশ্যে অর্থ উপায় নেইকো কোন মূল্য,
সৎ উদ্দেশ্যে অর্থ উপায় ইবাদতেরই তুল্য।
দেখো নাকো অর্থ অবজ্ঞার চোখে, পাবে জীবনে কষ্ট,
করলে খরচ বেহিসেবী সম হবে বুদ্ধি নষ্ট।
করলে অপচয় মূর্খের ন্যায় মনুষ্যত্বের অবমাননা,
আসবে অশান্তি, পেতে হবে বেদনা।
অর্থ জমিয়ে পিশাচ সম দিওনাকো গুণগুলি বিসর্জন,
রক্ষা করে বিপদে, করবে চিত্তের স্বাধীনতা অর্জন।
অনুষ্ঠিত হয় সঞ্চয়ী দিয়ে বড় বড় যতো কাজ,
ব্যস্ত সবে আপন অভাবে অভাবগ্রস্তরা আজ।
পিতৃসাধনায় সম্পদ অনেক, কুড়ে সন্তান করে ভোগ,
বেহিসেবী সম অর্থ উড়িয়ে দরিদ্রতা করে যোগ।
ছোট্ট বলে দিওনাকো ফেলে কুড়িয়ে রেখ,
কয়েনকে করিওনা ঘৃণা, কাজে আসবে দেখো।
ছোট ছোট বালুকণায় পাহাড় গড়ে যেমন,
মুষ্টিচালের শক্তিতে মানব প্রাসাদ গড়ে তেমন।
চিত্তের স্বাধীনতায় অভাব ঘোচাতে হবে মিতব্যয়ী,
দুঃখ ঘোচাতে, বিত্তবান হতে, হবে সঞ্চয়ী।
পয়সার প্রতি অন্যায় মমতায় করিও না নিজেকে হীন,
সঠিক পথে অর্থ রোজগারে ব্যয় করবে দিন।
সম্পদ বর্তমানে মানব করিও নাকো ঋণ,
সুদের হিসেব করতে করতে পার হবে দিন।
ধারের অর্থ, সুদের অর্থ আনে নাকো সুখ,
দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত মানব পায় বেজায় দুখ।
সুখময় করতে জীবনটাকে অর্থ ব্যবহার জানি,
সঠিক পথে অর্থ ব্যবহার সর্বজনে মানি।
…………………………………………………..
অর্থ ব্যবহার : আব্দুল্লাহ সিদ্দীক
https://www.facebook.com/dailysuprovatsatkhira/