Site icon suprovatsatkhira.com

অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না শিশু আশিকের

আশিকুর রহমান, নওয়াবেঁকী: অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না শ্যামনগরের নওয়াবেঁকীতে সড়ক দুর্ঘটনায় আহত শিশু আশিকের। আশিকের পরিবারের পক্ষ থেকে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহবান জানানো হয়েছে। গত রোববার (৯ সেপ্টেম্বর) বিকালে নওয়াবেঁকী সড়কের গার্লস স্কুলের পাশের চার রাস্তা মোড়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণিতে পড়–য়া স্কুল ছাত্র আশিক আহত হয়।
দুর্ঘটনায় ট্রাকের বাম্পার এবং রাস্তার পাশে থাকা গাছের মাঝখানে পড়ে আশিকের পেটসহ ডান পা দুমড়ে মুচড়ে যায়। আশিককে তাৎক্ষণিকভাবে শ্যামনগরে চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। বর্তমানে আশিক সেখানে চিকিৎসাধীন রয়েছে। ডাক্তারের পক্ষ থেকে বলা হয়েছে, আশিকের জীবন বাঁচানো গেলেও তার পায়ের অবস্থা অত্যন্ত গুরুতর। তার পেটের নাড়িভুড়ি বের হয়ে গেছে। পায়ের এমন অবস্থা যে প্রয়োজনে একটি পা কেটে বাদ দেওয়া হতে পারে। আশিকের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল।
কিন্তু ছেলেটির বাবা বেল্লাল মালি পেশায় একজন ভ্যান চালক হওয়ায় তার পক্ষে এতো টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। আশিকের পরিবারের পক্ষ থেকে সমাজের বিত্তবানদের কাছে সাহায্য-সহযোগিতার আহবান জানানো হয়েছে। সাহায্য পাঠাতে ০১৯১৫৩৮০৮৮৯ নম্বরে যোগাযোগ ও বিকাশ করা যেতে পারে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version