ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ অধ্যাপক নিমাই মণ্ডলের কবিতার বই ‘ইন্দুলেখা আগুনের ফুলকি হবে’ নিয়ে আলোচনা, আবৃত্তি ও আড্ডার আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৪টায় সদর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য আলোচনায় গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে আলোচক হিসাবে উপস্থিত থাকবেন প্রফেসর কাজী মুহাম্মদ অলিউল্লাহ, প্রফেসর আব্দুল হামিদ মোল্লা, সরকারি কলেজের অধ্যক্ষ বিশ্বাস সুদের কুমার, পল্টু বাসার, সৌহার্দ সিরাজ, শুভ্র আহমেদ, ইবাইস আমান, আশুতোষ সরকার, হাফিজুর রহমান মাসুম ও সায়েম ফেরদৌস মিতুল। আবৃত্তি করবেন মনজুরুল হক, দিলরুবা, মন্ময় মনির, প্রজ্ঞা পারমিতা, তনিয়া, অনিষা, জীম ও মীম। অনুষ্ঠানে সকলকে অংশ গ্রহণের জন্য আহবান জানিয়েছেন নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক ফাহিমুল হক কিসলু।