গাজী আল ইমরান, শ্যামনগর: ২১শে আগস্ট গ্রেনেড হামলাকারীদের শাস্তির দাবিতে শ্যামনগরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ আগস্ট) বিকাল ৫টায় শ্যামনগর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সংগঠনের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ছাত্রলীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি একরামুল হক লায়েস, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম সবুজ, সাংগঠনিক সম্পাদক শেখ সুজন, ছাত্রলীগ নেতা এসএম রাজন হায়দার, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি জিএম রহমত আলী, বাদঘাটা কিং স্টার ক্লাবের সভাপতি এমডি গোলাম মোস্তফা প্রমুখ। এসময় শ্যামনগর সরকারি মহসীন কলেজ ছাত্রলীগ ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।