আগস্ট ১৬, ২০১৮
শ্যামনগরে অসহায় পরিবারকে সমাজসেবার চেক প্রদান
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ব্যক্তির পরিবারকে সমাজ সেবা অধিদপ্তরের পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ আগস্ট) দুপুর ১টায় উপজেলা সমাজসেবা অধিদপ্তরে আটুলিয়া ইউনিয়নে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত মো. আকবর হোসেন সানার স্ত্রী মোছা. জয়নাব আক্তারের হাতে পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেন উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান। এসময় সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান বলেন, ইতোমধ্যে অফিসের পক্ষ থেকে সাতজন ক্যান্সার আক্রান্ত পরিবারকে পঞ্চাশ হাজার টাকা করে মোট তিনলক্ষ পঞ্চাশ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এসময় তিনি কোন ব্যক্তি এ ধরণের মরণব্যাধিতে আক্রান্ত হলে তার সাথে সরাসরি যোগাযোগ করতে বলেন। চেক বিতরণকালে উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসের কিরণ চন্দ্র মণ্ডল, ইউনিয়ন সুপারভাইজারসহ অনেকে। 8,812,537 total views, 18,782 views today |
|
|
|