আগস্ট ২৯, ২০১৮
মাছখোলা সড়ক সংস্কারের উদ্যোগ নেই, দুর্ভোগে নাকাল মানুষ
এস.এম নাহিদ হাসান: দীর্ঘদিন সংস্কারের অভাবে সাতক্ষীরা সদর উপজেলার ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাছখোলা ক্লাব মোড়-হাটখোলা সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটি সংস্কারে কোন উদ্যোগ না নেওয়ায় দুর্ভোগে নাকাল হয়ে পড়েছে মানুষ। সড়কটির অবস্থা এতোই নাজুক যে, পুরো সড়কের কোথাও পিচের চিহ্ন নেই। পিচ, ইট, বালু ও খোয়া উঠে খানাখন্দকে ভরা। সামান্য বৃষ্টিতেই খানাখন্দে পানি জমে মৃত্যুকূপে পরিণত হয়। ফলে এ সড়ক দিয়ে চলাচলকারী চার-পাঁচ গ্রামের হাজার হাজার মানুষ প্রতিনিয়ত ভোগান্তির সম্মুখীন হচ্ছে। বছর দশেক আগে সড়কটি সংস্কার করা হলেও গত বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে কিছু দিনের মধ্যেই তা নষ্ট হয়ে যায়। ভ্যান চালক আফাজ উদ্দিন বলেন, সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রতিবছর জলাবদ্ধতায় সড়কটি পানির নিচে থাকে। পানি সরে গেলে ট্রলি, ট্রাকসহ ভারী যান চলাচলের কারণে বড় বড় গর্ত তৈরি হয়। এতে করে সড়কটি দিয়ে পায়ে চলাচলা করাও কষ্টকর হয়ে পড়ে। 8,767,046 total views, 7,606 views today |
|
|
|