আগস্ট ১৬, ২০১৮
মণিরামপুরে মাছের পোনা অবমুক্ত
মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুর উপজেলার বিভিন্ন এলাকার নয়টি জলাশয়ে ৩৭৭ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার (১৫ আগস্ট) সকালে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে রাজস্ব খাতের আওতায় এসব জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা পরিষদ চত্বরের পুকুর, লাউড়ী রামনগর কামিল মাদরাসার পুকুর, মাছনা মাদরাসার পুকুর, কপালিয়া বাজার মন্দির দিঘি, লেবুগাতী দিঘি, মণিরামপুর সরকারি বালিকা বিদ্যালয় পুকুর, মণিরামপুর পাট গবেষণা কেন্দ্রের পুকুর, সরকারি মণিরামপুর কলেজ পুকুর ও গোপালপুর তহশিল অফিসের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা প্রতিনিধি সিনিয়র মৎস্য কর্মকর্তা বিশ^জিৎ কুমার দেব, মণিরামপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. নান্নু রেজা, লাউড়ী রামনগর-কামিল মাদরাসার অধ্যক্ষ কে.এম মুফিজুর রহমান, মুহাদ্দিস মফিজুর রহমানসহ সংশ্লিষ্ট এলাকার মৎস্যচাষী ও সুধীজন। 8,599,340 total views, 7,219 views today |
|
|
|