সদর উপজেলার বাঁকাল শেখ পাড়া হাফিজিয়া মাদ্রাসায় রোববার বিকালে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁকাল হাফিজিয়া মাদ্রাসা কমিটির সভাপতি শেখ আব্দুল মোমেন। আরও উপস্থিত ছিলেন শেখ মামুনার রশিদ, শেখ আব্দুল কাশেম, শেখ মারুফ আহম্মেদ, রুহুল কুদ্দুস, লিয়াকত আলী, রেজাউল করিম, শাজাহান, বাবলু, আরিফ প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ আনোয়ার হোসেন। এতে উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণ করেন। অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার ছাত্র এবং সাতক্ষীরা আহছানিয়া মিশন মসজিদের ঈমাম জিয়াউর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার প্রাক্তন ছাত্র হাফেজ মাহবুবুর রহমান। এতে বাঁকাল হাফিজিয়া মাদ্রাসা থেকে পাশ করা ৬০ জন হাফেজ অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি