বল্লী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ আগস্ট) সকালে চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বজলুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ফারুক আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ট্যাগ অফিসার আবু তাহের, ইউপি সচিব মহাসীন কবীর, তথ্য ও সেবা কেন্দ্রের সহকারী রেহেনা খাতুন, আলমগীর হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ, আব্দুল কাদের, ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. আজহারুল ইসলাম, ইউপি সদস্য মো. এরাদ আলীসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।
চাল নিতে আসা ফতেমা খাতুন ও নূরউদ্দীন সরদার বলেন, ঈদের আগে মাথাপিছু ২০ কেজি করে চাউল পাওয়ায় আমরা খুশি, সরকারকে অনেক ধন্যবাদ।
প্রসঙ্গত, ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১১শ ২৯ জন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ২০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।