আগস্ট ১৫, ২০১৮
নওয়াবেঁকীতে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের নওয়াবেঁকীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বুধবার (১৫ আগস্ট) সকালে ১০নং আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ও সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের নেতৃত্বে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে শোক র্যালি বের হয়ে আটুলিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নওয়াবেঁকী বাস স্ট্যান্ড সংলগ্ন বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে মাল্যদান করা হয়। এদিকে ১০নং আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ের সামনে আওয়ামী লীগের সভাপতি গাজী কামরুল ইসলামের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. মারুফ বিল্লাহর সঞ্চালনা এক আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। এ সময় আরো উপস্থিত ছিলেন ১০ নং আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিক লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ শত শত নেতা-কর্মী। 8,413,778 total views, 1,931 views today |
|
|
|