আগস্ট ৭, ২০১৮
জেনে নিন সাতক্ষীরা পৌরসভা ও সদর উপজেলার স্মার্ট কার্ড বিতরণের সময়সূচি ৯ আগস্ট শুরু, ২৯ নভেম্বর শেষ
গাজী আসাদ: সাতক্ষীরা সদর উপজেলায় আগামীকাল ৯ আগস্ট শুরু হচ্ছে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম। এই কার্যক্রম চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। এই সময়ে সাতক্ষীরা পৌরসভায় আশিহাজার ছয়শ এবং সদর উপজেলার ১৪টি ইউনিয়নে দুই লক্ষ চৌষট্টি হাজারসহ মোট তিন লক্ষ চোয়াল্লিশ হাজার কার্ড বিতরণ করা হবে। 8,804,330 total views, 10,575 views today |
|
|
|