আশাশুনি প্রতিনিধি: আশাশুনির বিপিএনকে চিলেডাঙ্গা ওসমানিয়া দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হয়েছেন বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জি. আ.ব.ম মোছাদ্দেক। বুধবার (৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ’র তত্বাধানে অনুষ্ঠিত নির্বাচনে নির্ধারিত সময়ে সভাপতি পদে ইউপি চেয়ারম্যান ইঞ্জি. আ.ব.ম মোছাদ্দেক ছাড়া অন্য কোন প্রার্থী মনোনয়ন পত্র জমা না দেয়ায় তাকেই সভাপতি ঘোষণা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসা সুপার মাওলানা আব্দুর রাজ্জাক, শিক্ষক প্রতিনিধি মাওলানা আব্দুল মাজেদ, মাওলানা আইয়ুব আলী, অভিভাবক সদস্য আব্দুল খালেক, আমজাদ আলী গাইন, রবিউল ইসলাম, দাউদ আলী সরদার, নিলুফা খাতুন প্রমুখ।