আগস্ট ৫, ২০১৮
চার দিনেও স্বামীর খোঁজ না পেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন
ডেস্ক রিপোর্ট: চার দিনেও স্বামীর খোঁজ না পেয়ে সংবাদ সম্মেলন করেছেন শহরের উত্তর পলাশপোলের নুর ইসলামের স্ত্রী ফাতেমা খাতুন। রোববার (৮ আগস্ট) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে ফাতেমা খাতুন বলেন, আমার স্বামী নুর ইসলামকে আশরাফুল হক দোলন নামের এক চোরা চালানি মারপিট করে র্যাবের হাতে তুলে দিয়েছে। এখন বলছে তার কথায় ওর ক্রস ফায়ার মাফ হবে কিন্তু তার কাছে থাকা কিছু গোপন কথা বের করতে সাতদিন র্যাবের রিমান্ডে থাকতে হবে। তাকে কারেন্ট চার্জ দেওয়া হবে। তাকে আমার কথা মতো শনিবার সন্ধ্যায় ছেড়ে দেওয়া হয়েছে। তোমরা খুঁজে নিও। 8,879,515 total views, 7,463 views today |
|
|
|