আগস্ট ১৩, ২০১৮
গাবুরায় ঘের ব্যবসায়ী আব্দুস সাত্তার জোয়াদ্দার খুন, আটক ২
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী গ্রামের মৎস্য ঘের মালিক আব্দুস সাত্তার জোয়াদ্দার (৬০) দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন। রোববার (১৩ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে আব্দুস সাত্তার জোয়াদ্দার নিজ মৎস্য ঘেরের বাসায় ঘুমিয়ে থাকা অবস্থায় অস্ত্রধারী দুর্বৃত্তরা হাতুড়ি ও লোহার রড দিয়ে তাকে পিটিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। 8,811,158 total views, 17,403 views today |
|
|
|